Dr. Neem on Daraz
Victory Day
শেখ হাসিনার উন্নয়নে এনজিওর ঋণের ফাঁদে আটকে গেছে গ্রামের ৯০ভাগ মানুষ!

শেখ হাসিনার উন্নয়নে এনজিওর ঋণের ফাঁদে আটকে গেছে গ্রামের ৯০ভাগ মানুষ!


আগামী নিউজ | আগামী নিউজ, রাজবাড়ী : প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৫৭ পিএম
শেখ হাসিনার উন্নয়নে এনজিওর ঋণের ফাঁদে আটকে গেছে গ্রামের ৯০ভাগ মানুষ!

শেখ হাসিনার উন্নয়নে এনজিওর ঋণের ফাঁদে আটকে গেছে গ্রামের ৯০ভাগ মানুষ!

সোশ্যাল স্পাই বা সামাজিক গোয়েন্দা নামক একটি সংগঠন  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরপুর ইউনিয়নের একটি গ্রামে জরীপ চালিয়ে দেখেছে ঐ গ্রামের ২১২ পরিবারের মধ্যে ২০২ পরিবারই এক বা একাধিক এনজিওর কাছ থেকে ঋন নিয়েছে।

ঋণ গ্রহিতাদের মধ্যে রয়েছে দিনমুজুর, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট চাকুরীজীবি, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত।
অনেকে ঋন পরিশোধে ব্যর্থ হয়ে এন আই এক্টের মামলায় কোর্টে হাজিরা দিচ্ছে প্রতিনিয়ত।
ব্যাংক ঋন সহজলভ্য না হওয়ায় তারা পাঁড়া  দিয়েছে এনজিওর ঋনের জালে।
এই চিত্র শুধু একটি  গ্রামের নয় এটা সারা দেশের খন্ড চিত্র বলে বিশেষজ্ঞদের অভিমত।
ভয়াবহ এই অবস্থা নিয়ে সরকারী ভাবে জরীপ চালানো এবং কত মানুষের নামে এনজিওরা ঋন আদায়ে মামলা করেছে তার পরিসংখ্যান নেয়া আবশ্যক বলে অনেকেই মনে করছেন তাহলেই  শেখ হাসিনার ১৫/১৬ বছরের উন্নয়নের জাড়িজুড়ির আসল চিত্র দেশ ও বিশ্ববাসীর নজরে আসবে।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর